বাংলাদেশ প্রতিবেদক: চট্টগ্রাম নগরীতে রেললাইনের পাশে একটি টায়ারের গোডাউনে আগুন লেগেছে। শনিবার (২৯ এপ্রিল) দুপুর পৌনে ১টার দিকে নগরীর দেওয়ানহাটে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
আগুনের তীব্রতায় চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুনের কুণ্ডলী ও কালো ধোঁয়া অনেক উপর উঠে যায়। গোডাউনের আশপাশে ভিড় করেছে উৎসুক জনতা।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মী মো: সাজাহান এ তথ্য নিশ্চিত করে বলেছেন, দুপুর পৌনে ১টার দিকে নগরীর দেওয়ানহাটে ওই টায়ারের গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মী।
এদিকে রেললাইনের পাশের অগ্নিকাণ্ডে সাময়িকভাবে চট্টগ্রাম স্টেশনে কোনো ট্রেন ঢুকতে বা বের হতে পারছে না।