শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাবণার্ঢ্য আয়োজনে ভূঞাপুরে মহান মে দিবস পালন

বণার্ঢ্য আয়োজনে ভূঞাপুরে মহান মে দিবস পালন

আব্দুল লতিফ তালুকদার: আজ মহান মে দিবস। বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা ৮ ঘণ্টা কাজের দাবিতে নিজের রক্ত দিয়ে জীবন উৎসর্গ করেছিলেন। ওইদিন তাদের আত্মদানের মধ্যদিয়ে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য শ্রমিকদের আত্মত্যাগের এই দিনকে তখন থেকেই সারা বিশ্বে ‘মে দিবস’ হিসেবে পালন করা হচ্ছে।

এবারের মে দিবসের প্রতিপাদ্য বিষয় ‘শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ভূঞাপুরে বণার্ঢ্য আয়োজনে মহান মে দিবস পালন করা হয়। ১ মে সোমবার বেলা ১২ টার দিকে ভূঞাপুর বাসস্ট্যান্ডে থেকে উপজেলার সকল শ্রমিক ফেডারেশনের ব্যানারে বর্ণাঢ্য র‍্যালী বের করে পৌর শহর পদক্ষিণ করে বাসট্যান্ডে এসে শেষ হয়। পরে বাসস্ট্যান্ডে চত্ত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ভূঞাপুর শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক খন্দকার সুরুজ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি টাঙ্গাইল-২ গোপালপুর- ভূঞাপুর আসনের সংসদ সদস্য ছোট মনির, বিশেষ অতিথি, ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.বেলাল হোসেন, ভূঞাপুর পৌর সভার সাবেক পৌর চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম তালুকদার বিদ্যুত, টাঙ্গাইল শহর আ’লীগের সহ-সভাপতি গোলাম কিবরিয়া বড় মনি, টাঙ্গাইল শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি বালা মিয়া, উপজেলা আ’লীগের সিনিয়র সহসভাপতি নুরুল ইসলাম তালুকদার মোহন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক টুকু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, ফলদা ইউপি চেয়ারম্যান মো. সাইদুল ইসলাম তালুকদার দুদু, ভূঞাপুর সিএনজি অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের সভাপতি আজহারুল ইসলাম, শ্রমিক নেতা মিনহাজ উদ্দিন, আব্দুল খালেক অর্জুনা ইউপি চেয়ারম্যান মো.দিদারুল ইসলাম খান, গোবিন্দাসী ইউপি চেয়ারম্যান দুলাল হোসেন চকদার, অলোয়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক প্রমূখ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments