রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪
Homeসারাবাংলাহিলিতে ধান সংগ্রহে কৃষকের মাঝে লটারি

হিলিতে ধান সংগ্রহে কৃষকের মাঝে লটারি

তাছির উদ্দিন বাপ্পি: দিনাজপুরের হাকিমপুরে হিলিতে বোরো ধান সংগ্রহের লক্ষে ১২৩৩ জন কৃষকের মাঝে উন্মুক্ত লটারির মাধ্যমে ৩২২ কৃষক নির্বাচন করা হয়েছে।

সোমবার সকাল ১১ টায় উপজেলা খাদ্যশস্য সংগ্রহ ও মনিটরিং কমিটির আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এই উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়। উপজেলার ১২৩৩ জন কৃষকের মধ্য লটারি হলে হাকিমপুর পৌরসভার ৫১ জন, ১নং খট্টামাধবপাড়া ইউপি ৪২ জন, ২নং বোয়ালদাড় ইউপির ৯২জন ও ৩ং আলীহাট ইউপির ১৩৭ জনসহ ৩২২জন কৃষক বাছাই করা হয়। একজন কৃষক সর্বোচ্চ ২ টন করে মোট ৬৪৪ মে.টন ধান দিতে পারবেন। প্রতি কেজি ধান ৩০ টাকা দর নির্ধারণ করা হয়েছে।

হাকিমপুর উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ নুর-এ আলমের সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন,ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন,মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার বেগম,উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (অতিরিক্ত) মঈন উদ্দিন, হিলি এলএসডি খাদ্যগুদাম কর্মকর্তা জোসেফ হাঁসদা,ইউপি চেয়ারম্যান ছদরুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments