বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলানোয়াখালীতে ইউপি সদস্যের বিরুদ্ধে সংখ্যালঘু পরিবারের মাটি কেটে নেওয়ার অভিযোগ

নোয়াখালীতে ইউপি সদস্যের বিরুদ্ধে সংখ্যালঘু পরিবারের মাটি কেটে নেওয়ার অভিযোগ

বাংলাদেশ প্রতিবেদক: নোয়াখালী সদর উপজেলার চর মটুয়া ইউনিয়নে এক সংখ্যালঘু পরিবারের জমির মাটি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় নারী ইউপি সদস্য ও তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের সদস্যরা চরম আতংকের মধ্যে রয়েছে।

গতকাল মঙ্গলবার (১৬ মে) সন্ধ্যায় ভূক্তভোগী চিকিৎসক উত্তম রতন মজুমদার সুধারাম থানায় নারী ইউপি সদস্য ও তার স্বামীসহ চারজনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেন।

লিখিত অভিযোগে বলা হয়েছে, নারী ইউপি সদস্য রোকেয়া বেগম ও তার স্বামী ফারুক হোসেন ভুক্তভোগী পরিবারের প্রতিবেশী। ফারুক ও তার পরিবারের সদস্যরা প্রায় উত্তম মজুমদারের পরিবারের ওপর নানা অত্যাচার, নির্যাচন করে। যার ধাবাহিকতায়। গত ৯ মে থেকে ১১ মে পর্যন্ত তাদের মালিকানা ও দখলীয় দক্ষিণ জগৎপুর মৌজার ৮০১, ৮০৩ ও ৮০৪ দাগের জমি থেকে জোরপূর্বক বিপুল পরিমান মাটি কেটে নিয়ে যায়। তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যের কাছে এ বিষয়ে অভিযোগ করেও কোন ফল পাননি। উল্টো ইউপি সদস্যের পরিবারের লোকজন তাদের নানা ভাবে হুমকি-ধমকি দিয়ে আসছেন। এ পরিস্থিতিতে বাড়িতে থাকা তার বৃদ্ধা মাসহ পরিবারের সদস্যরা সার্বক্ষনিক চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে নারী ইউপি সদস্য রোকেয়া বেগমের স্বামী ফারুক হোসেন বলেন, ওই জমি তাদের। তারা তাদের জমি থেকে মাটি কেটেছেন। উত্তম মজুমদার এ নিয়ে বাড়াবাড়ি করলে তাকে মাটিতে গেঁথে (পুঁতে) ফেলা হবে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, চর মটুয়া ইউনিয়নের দক্ষিণ জগৎপরে সংখ্যালঘু পরিবারের জমি থেকে মাটি কেটে নেওয়ার অভিযোগ তিনি পেয়েছেন। তদন্ত করে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments