মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪
Homeসারাবাংলাবাউফলে চেয়ারম্যানের মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ

বাউফলে চেয়ারম্যানের মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ

অতুল পাল: বাউফলের মূল ভূখন্ড থেকে বিচ্ছিন্ন চন্দ্রদ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান মো. এনামুল হক আলকাচ মোল্লাকে মিথ্যা মামলায় জেল হাজতে দেয়ার প্রতিবাদে সমাবেশ করেছেন ওই ইউনিয়নের সর্বস্তরের বাসিন্দারা। আজ বিকেল ৫ টার দিকে চন্দ্রদ্বীপ ইউনিয়নের খেয়াঘাট এলাকায় কয়েক হাজার মানুষ ওই প্রতিবাদ সমাবেশ করেন।

চন্দ্রদ্বীপ ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বাবুল হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক কালাইয়া ইউপি চেয়ারম্যান এসএম ফয়সাল আহমেদ মনির মোল্লা।

প্রতিবাদ সমাবেশে চন্দ্রদ্বীপ ইউপি চেয়ারম্যান এনামুল হক আলকাচ মোল্লার নি:শর্ত মুক্তি দাবি করে বক্তব্য রাখেন, চন্দ্রদ্বীপ ইপি যুবলীগের সভাপতি আলমগীর সরদার, সাধারন সম্পাদক ছিদ্দিকুর রহমান, স্বেচ্ছসেবক লীগের সাধারন সম্পাদক মো.কামাল হোসেন, শ্রমিক লীগ নেতা রহিম মোল্লা, আওয়ামী লীগ নেতা বাবুল বেপারী, কালাইয়া ইউপি যুবলীগ সাধারন সম্পাদক মাসুম বিল্লাহ সাহিন, কালাইয়া ইউপি আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব প্রভাষক কবিরুজ্জামান প্রমূখ।

বক্তারা বলেন, বাউফলে ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবসের শোভাযাত্রায় উপজেলা চেয়ারম্যান আহত হওযার ঘটনার সময চন্দ্রদ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক কাছেই ছিলেন না। অথচ উপজেলা চেয়ারম্যান সম্পূর্ন উদ্দেশ্যপ্রনোদিত ও ষড়যন্ত্রমূলকভাবে তার লোক দিয়ে দায়ের করা মামলায় চেয়ারম্যান এনামুল হক আলকাচ মোল্লাকে আসামি করেছেন। ওই মামলায় গত ১৭ মে বুধবার আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত জামিন বাতিল করে চেয়ারম্যান এনামুল হক আলকাচ মোল্লাকে জেল হাজতে পাঠান।

প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ফয়সাল আহমেদ বলেন, শোভাযাত্রায় এনামুল হক আলকাচ মোল্লা জাতীয় পতাকা হাতে ২০০ মিটার দুরে ছিলেন। অথচ উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার ষড়যন্ত্র করে আমাকে এবং এনামুল হক আলকাচ মোল্লাসহ ১৬ জনকে আসামি করে মামলা করান। ষড়যন্ত্রকারীরা এনামুল হক আলকাচ মোল্লার ছবি এডিট করে পতাকা ফেলে দিয়ে হাতে শুধু লাঠি দেখিয়ে মামলায় আসামি করেছে। যাহা অত্যন্ত হীন কাজ।

আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে দ্রুত চন্দ্রদ্বীপের চেয়ারম্যান এনামুল হক আলকাচ মোল্লার মুক্তি দাবি করছি।

প্রতিবাদ সমাবেশে চন্দ্রদ্বীপ ইউনিয়নের এবং পাশ্ববর্তী কালাইয়া ইউনিয়নের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments