ফেরদৌস সিহানুক শান্ত: চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ল্যাংড়ার মোড়ের মোঃ তারেক রহমানের ঔষধের দোকানের সামনে চন্দ্রনারায়নপুর হতে চরবাগডাঙ্গাগামী পাঁকা রাস্তার উপর থেকে ০১ কেজি ২৬ গ্রাম হেরোইনসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার র‍্যাব-৫।

গ্রেফতার কৃত আসামি হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার পিরগাছি গ্রামের মৃত আজাহার আলী ও ও মৃত সখিনা বেগমের ছেলে মোঃ জিয়াকুর (৫০)।

র‍্যাব-৫ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের র‍্যাব-৫ এর একটি অপারেশন দল ২৫ মে ২০২৩ ইং তারিখ সন্ধ্যা সাড়ে ৭ টার সময় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ল্যাংড়ার মোড়ের মোঃ তারেক রহমানের ঔষধের দোকান ঘরের সামনে চন্দ্রনারায়নপুর হতে চরবাগডাঙ্গাগামী পাঁকা রাস্তার উপর থেকে কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্ব্বে্ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ০১ কেজি ২৬ গ্রাম ( এক কেজি ছাব্বিশ গ্রাম) হেরোইনসহ আসমী মোঃ জিয়াকুর (৫০) পিতা-মৃত আজাহার আলী মাতা-মৃত সখিনা সাং-পিরগাছি, থানা- শিবগঞ্জ জেলা-চাঁপাইনবাবগঞ্জকে হাতেনাতে গ্রেফতার করে।

উপরোক্ত ঘটনায় চাঁপাইনববগঞ্জ জেলার সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।

আরও পড়ুন  কলাপাড়ায় পুলিশ পিটিয়ে আহত করলেন ব্যবসায়ীরা
Previous articleনোয়াখালীতে আ.লীগ নেতা গুলিবিদ্ধ
Next articleমার্কিন ভিসা নীতি ভোটাধিকার পুনরুদ্ধারের দাবিকে প্রতিফলিত করে : মির্জা ফখরুল
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।