শনিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৫
Homeসারাবাংলাউত্তরখানে সেপটিক ট্যাঙ্কে নেমে ২ শ্রমিকের মৃত্যু

উত্তরখানে সেপটিক ট্যাঙ্কে নেমে ২ শ্রমিকের মৃত্যু

বাংলাদেশ প্রতিবেদক: রাজধানীর উত্তরখানের বাবুর্চির মোড় এলাকায় একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাঙ্কে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। তাদের নাম আব্দুস সামাদ (৫০) ও মধু (৪৩)।

রোববার সকালে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে সকাল ১০টার দিকে ঘটনাস্থল থেকে দু’জনের লাশ উদ্ধার করে।

উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আবুল কালাম বলেন, সকাল ১০টার দিকে খবর পাই উত্তরখানের বাবুর্চি মোড় এলাকায় একটি নির্মাণাধীন ভবনে সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে নামেন দুই শ্রমিক। বিষাক্ত গ্যাসের কারণে তারা আর ওপরে উঠতে পারেননি। পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। তারা এসে দু’জনের লাশ উদ্ধার করে।

তিনি বলেন, দুই শ্রমিকের লাশ সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments