জয়নাল আবেদীন: বিভাগীয় নগরি রংপুরে নানা আয়োজনে পালিত হয়েছে শান্তি মুক্তি এবং মানবতার অগ্রদূত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের “জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি অনুষ্ঠান । রংপুর জেলা প্রশাসনের আয়োজনে সকাল ৯টায় বর্নাঢ্য র্যালি বের হয় ।
র্যালিটি নগরির প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা পুরস্কার বিতরণী এবং সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয় । জেলা প্রশাসক ড, চিত্রলেখা নাজনীনের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠ^ানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার মো: হাবিবুর রহমান ।
বিশেষ অতিথির বক্তব্য দেন ডিআইজি রংপুর রেঞ্জ মোহা: আবদুল আলীম মাহমুদ, মেট্রোপলিটন পুলিশ কমিশনার নূরে আলম মিনা, পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী। অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ এবং সংগীতা অনুষ্ঠানের আয়োজন করা হয় ।