মাসুদ রানা রাব্বানী: রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল পরিমান চোলাইমদ-সহ ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৫। রবিবার (২৮ মে) সকালে গোদাগাড়ী থানার ডাইনপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের ৬০৩.৫ লিটার চোলাইমদসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: গোদাগাড়ী থানার ডাইন পাড়া গ্রামের মৃত ফ্রান্সিসের ছেলে মানুয়েল সরেন (৪১) ও একই গ্রামের মৃত আনুর ছেলে সনাতন হেমব্রম (৩৩)। রবিবার দুপুরে র্যাব-৫, রাজশাহীর মোল্লা ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
এ ব্যপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় র্যাব।