মাহমুদুল হাসান: তামাক নয়, খাদ্য ফলান’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার দেবহাটায় বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত হয়েছে। বুধবার সকালে দিবসটি উপলক্ষে এক বর্নাঢ্য র্যালী বের হয়।
র্যালীটি প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় মিলিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. মুজিবর রহমান।
সভায় দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাবুল আক্তার, কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর, প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, মহিলা বিষয়ক অফিসার নাসরীন জাহান, উপজেলা প্রকৌশলী শোভন দাস, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেনসহ বিভিন্ন দপ্তরের অফিসারগণ উপস্থিত ছিলেন।