বুধবার, ডিসেম্বর ১১, ২০২৪
Homeসারাবাংলাবাউফলে অবৈধ জালসহ ৩৭ জেলেকে আটক করলেন চেয়ারম্যান

বাউফলে অবৈধ জালসহ ৩৭ জেলেকে আটক করলেন চেয়ারম্যান

অতুল পাল: বাউফলের চন্দ্রদ্বীপ ইউনিয়নের তেঁতুলিয়া নদীতে অবৈধ বেহেন্দি জাল দিয়ে মৎস্য সম্পদ নিধনকালে ১৪ টি ট্রলার এবং লক্ষাধিক টাকার জালসহ ৩৭ জন জেলেকে আটক করে নৌ পুলিশের কাছে হস্তান্তর করেছেন সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়োরম্যান এনামুল হক আলকাচ মোল্লা।

আটককৃতদের বাড়ি ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার সাচরা ইউনিয়নে। সংশ্লিষ্ট সূত্র জানায়, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে শুক্রবার (২ জুন) রাতে ইউপি চেয়ারম্যান চর ব্যারেট এলাকায় গিয়ে স্থানীয়দের সহযোগীতায় তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে ওই অবৈধ জাল- ট্রলারসহ জেলেদের আটক করে রাতেই কালাইয়া নৌ পুলিশের কাছে হস্তান্তর করেন। আজ শনিবার (৩ জুন) বেলা সাড়ে ১১ টার দিকে আটক জেলেদের ৫০ হাজার জরিমানা ও জাল পুড়িয়ে ধ্বংস করে দেন ভ্রাম্যমাণ আদালত।

বাউফল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বায়েজিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এবিষয়ে চন্দ্রদ্বীপ ইউপি চেয়ারম্যান এনামুল হক আলকাছ বলেন, চন্দ্রদ্বীপের সীমানায় ভোলার বোরহানউদ্দিনের কিছু জেলেরা দীর্ঘদিন ধরে অবৈধ বেহেন্দি জাল দিয়ে মৎস্য সম্পদ নিধন করে আসছিল। একাধিকবার নিষেধ করার পরেও তারা জাল ফেলা বন্ধ করেনি। পরে স্থানীয়দের সাথে নিয়ে অবৈধ জালসহ জেলেদের আটক করে নৌ পুলিশের কাছে হস্তান্তর করি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments