শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeসারাবাংলাবৃষ্টির জন্য মৌলভীবাজারে নামাজ আদায় করে অশ্রুসিক্ত কণ্ঠে আল্লাহর কাছে প্রার্থনা

বৃষ্টির জন্য মৌলভীবাজারে নামাজ আদায় করে অশ্রুসিক্ত কণ্ঠে আল্লাহর কাছে প্রার্থনা

মোঃ জালাল উদ্দিন: বৃষ্টির আশায় মৌলভীবাজার পৌর শহরের শান্তিবাগ জামে মসজিদ প্রাঙ্গণে মনু নদীর তীরে স্থানীয় মুসল্লিরা সালাতুল ইস্তেসকার নামাজ আদায় করেছেন।

বৃহস্পতিবার (৮ জুন) সকাল ৯ টার সময় ওই নদীর তীরে পৌরসভার নির্মাণাধীন পার্কে এ নামাজ অনুষ্ঠিত হয়।
এ সময় বৃষ্টির আশা নিয়ে সালাতুল ইস্তেসকার নামাজের ইমামতি করেন মাওলানা মোজাম্মেল হক মাহেরী। তবে নামাজ শেষে বৃষ্টির আশা নিয়ে মোনাজাত পরিচালনা করেন শান্তিবাগ জামে মসজিদের খতিব মাওলানা মোঃ হাবিবুর রহমান যুক্তিবাদী। এসময় বিশেষ এ নামাজে প্রায় দুই শতাধিক মুসল্লিরা অংশ নিয়েছেন।

নামাজে অংশ নেওয়া মুসল্লিরা বলেন, বৈরী আবহাওয়ায় দীর্ঘদিন বেহাল জনজীবন। বৃষ্টি না হওয়ায় নষ্ট হচ্ছে ফসল। পানির স্তর নিচে নেমে গিয়ে এরই মধ্যে দেখা দিয়েছে তীব্র সংকট। বেশকিছু দিন ধরে প্রচণ্ড তাপদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অসহনীয় গরমে অতিষ্ট হয়ে পড়েছে সাধারণ মানুষ। তাই বৃষ্টির আশায় সালাতুল ইস্তেখারা আদায় করেছি।

এ বিষয়ে খতিব মাওলানা মোঃ হাবিবুর রহমান বলেন, দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় মানুষের খুব কষ্ট হচ্ছে। পানির জন্য খুব বিপদে আছে। আর এ বিপদ থেকে মুক্তি পাওয়ার আশায় আমরা সালাতুল ইস্তেখারার নামাজ আদায়ের মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করেছি।

তিনি বলেন, সালাতুল ইস্তেখারার নামাজ পড়লে আল্লাহ অতি শীঘ্রই বৃষ্টি দেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments