রবিবার, জানুয়ারি ২৬, ২০২৫
Homeসারাবাংলানোয়াখালীতে দেশীয় মাছের পোনা অবমুক্তকরণ

নোয়াখালীতে দেশীয় মাছের পোনা অবমুক্তকরণ

বাংলাদেশ প্রতিবেদক: নোয়াখালী খালে ব্যক্তি উদ্যোগে দশ লাখ দেশীয় মাছের পোনা অবমুক্ত করছেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি আলহাজ ওসমান গনি।

মঙ্গলবার (১৩ জুন) সকালে নোয়াখালী খালের বেগমগঞ্জ উপজেলার একলাশপুর-শরীফপুর অংশে এসব মাছ অবমুক্তকরণ করা হয়। অবমুক্ত করা মাছের পোনার রয়েছে, রুই, কাতল, মৃগেল মাছের বড়, মাঝারী ও ছোট সাইজের প্রায় দশ লাখ মাছের পোনা।

এ সময় আলহাজ ওসমান গনি মাছের নিরাপদ প্রজনন ও নিধন বন্ধে নোয়াখালী খালকে মাছের অভয়াশ্রম ঘোষণার দাবি করেন। নোয়াখালীবাসীর আমিষের চাহিদা পূরণের লক্ষ্যে যা কার্যকর ভূমিকা পালন করবে।

পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএন) মো.ইয়াসির আরাফাত, বেগমগঞ্জ উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা আলমগীর হোসাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমেদ উল্যাহ সবুজ প্রমূখ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments