বৃহস্পতিবার, জানুয়ারি ১৬, ২০২৫
Homeসারাবাংলাকালিহাতীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন মেয়াদে ৫ জনের দণ্ড

কালিহাতীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন মেয়াদে ৫ জনের দণ্ড

আবুল কালাম আজাদ: টাঙ্গাইলের কালিহাতীতে ১ মাদক ব্যবসায়ীসহ ৫ জনকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার (১৫ জুন) সকালে কালিহাতী সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাহিদ হোসেনের নেতৃত্বে কালিহাতী থানা পাড়া এলাকায় রাজ্জাকের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

অভিযানকালে টাঙ্গাইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোঃ মোস্তফিজুর রহমানসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। পরে কালিহাতী সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাহিদ হোসেন রাজ্জাক নামের এক মাদক ব্যবসায়ীকে ১ বছর ও ৪ জন মাদক সেবনকারীকে ৬ মাস করে কারাদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন।

দণ্ড প্রাপ্তরা হলেন, কালিহাতী থানা পাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে আ. রাজ্জাক (৩৫), ঘাটাইল উপজেলার নজুনবাগ গ্রামের বেল্লাল হোসেনের ছেলে ফরহাদ (৪৫), একই উপজেলার গান্ধী গ্রামের মৃত আক্কাছ আলীর ছেলে মোঃ মোশারফ হোসেন (৪০), কালিহাতী পৌরসভার উত্তর বেতডোবা গ্রামের হানিফ উদ্দিনের ছেলে বেল্লাল হোসেন (৩৫) ও একই গ্রামের মোঃ আব্দুল বাছেদের ছেলে মোঃ আলমগীর হোসেন (৩২)। আবুল কালাম আজাদ ০১৮২৭-১১৮৮৬২

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments