মাসুদ রানা রাব্বানী: রাজশাহী মহানগরীতে অটো ও চার্জার ভ্যানের মুখোমুখি সংঘর্ঘে অজ্ঞাত (৬৫) ভ্যান চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে নগরীর মতিহার থানার রুয়েট গেটের ৫০গজ পশ্চিমে রাজশাহী-নাটোর মহাসড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
খবর পেয়ে মতিহার থানার এসআই সন্ধা ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে পৌঁছেন। এ সময় তারা ফায়ার সার্ভিসের একটি গাড়িতে অজ্ঞাত ভ্যান চালকের লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। প্রত্যাক্ষদর্শীরা জানায়, অজ্ঞাত ভ্যান চালক সাহেববাজারের দিক থেকে ভ্যানে করে আম রাখা ক্যারেট নিয়ে কাটাখালির দিকে যাচ্ছিলো। একই সময় বিপরিত থেকে দ্রুতগামী একটি অটো সাহেব বাজারের দিকে যাচ্ছিল। এ সময় ভ্যানটিকে মুখোমুখি ধাক্কা মারলে চার্জার ভ্যানের চালক সড়কের উপর পড়ে মাথায় আঘাত প্রাপ্ত হন। এতে তার মাথা ও নাক মুখ দিয়ে প্রচুর রক্তক্ষরন হয় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান। তবে অটো চালক পালিয়ে গেছে বলে জানায় স্থানীয়রা।
মতিহার এসআই সন্ধা জানান, মৃত ভ্যান চালকের লাশ উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। অটো চালককে আটকের চেষ্টা চলছে। অজ্ঞাত ব্যক্তির লাশ সনাক্ত ও পরিচয় জানার চেষ্টা চলছে। এ বিষয়ে মামলা হবে বলেও জানায় এসআই সন্ধা।