বাংলাদেশ প্রতিবেদক: সুনামগঞ্জে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার সকালে জেলার বিশ্বম্ভরপুর ও দিরাই উপজেলায় তাদের মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, শনিবার সকাল সাড়ে ১০টায় বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের ধোপাজান চলতি নদীতে বালি উত্তোলনের কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় বজ্রপাতে জিনারপুর গ্রামের সেলিম মিয়া ও জয়নাল মিয়ার মৃত্যু হয়। এ ছাড়া দিরাই উপজেলার শ্যামারচর গ্রামের আব্দুল মালেক হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে তার মৃত্যু হয় ।
সলুকাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. নূরে আলম সিদ্দিকী বলেন, আমার এলাকায় বজ্রপাতে দুইজন মারা গেছেন। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।