সোমবার, ফেব্রুয়ারি ১০, ২০২৫
Homeসারাবাংলারাজশাহীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

রাজশাহীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

মাসুদ রানা রাব্বানী: রাজশাহী মহানগরীতে ৫০০ গ্রাম গাঁজা-সহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৬ জুন) দিনগত রাত সোয়া ১টায় কাশিয়াডাঙ্গা থানার কাঁঠালবাড়ীয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করে কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাঃ মনিরুজ্জামান, সেকেন্ড অফিসার এসআই ইমরান, এসআই মীর আরমান হোসেন ও সঙ্গীয় ফোর্স।

গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলো: রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার গোবিন্দপুর টুলটুলিপাড়ার মোঃ রেজাউলের ছেলে মোঃ শাহাবুল (২৪) ও একই থানার কাঁঠালবাড়ীয়া নতুন হারুপুর এলাকার মৃত সমিরুদ্দিনের ছেলে মোঃ ওয়াসিম আলী (৩৪)।

শনিবার বিকালে এ তথ্য নিশিাচত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মোঃ রফিকুল আলম। এ ব্যপারে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। শনিবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments