আরিফুর রহমান: মাদারীপুরের খোয়াজপুর ইউনিয়নের মধ্যচক গ্রামের ৭ নং ওয়ার্ডের মেম্বার দবির মালত ও তার ছেলে নাজমুল হোসেন মালতের বিরুদ্ধে নিজ মাকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে।
গতকাল শনিবার আনুমানিক সকাল ৯ টার দিকে আলফাতুন নেছা নামে এক মাকে ঘর থেকে বের হয়ে যেতে বলে ছেলে মেম্বার দবির মালত পরে ভুক্তভোগী মা আলফাতুন নেছা ঘর থেকে বের হতে না চাইলে মেম্বার দবির মালদ ও বিজিবি সদস্য ছেলে নাজমুল মালত ও স্ত্রী নাজমা আক্তার মিলে নির্মমভাবে মারধর করে আলফাতুন নেছা কে এসময়ে সেজো ছেলে মাসুদ মায়ের চিৎকার শুনে বের হয়ে আসলে তাকেও মারপিট করে। পরে আহত অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকে ভুক্তভোগী ওই মা
এসময় স্থানীয়রা মা ছেলের চিৎকার শুনে তাকে এনে মাদারীপুর সদর হসপিটালে ভর্তি করেন।
বর্তমানে মাদারীপুর সদর হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন ওই মা।
ভুক্তভোগী মা আলফাতুন্নেছা বলেন আমাকে আমার ছেলে মেম্বার দবির মালত ও তার ছেলে নাজমুল অনেক মেরেছে ছেলের বৌ নাজমা আমাকে জুতা দিয়ে পিটিয়েছে। নাজমুল আমাকে বুকের উপরে লাথি মেরেছে আমি এর সঠিক বিচার চাই
আলফাতুন নেছার সেজো ছেলে মাসুদ হোসেন বলেন এর আগেও জমি জমা নিয়ে আমার মাকে ওরা মেরেছে আমাকেও আহত করেছে তখন আমি থানায় একটা অভিযোগ দায়ের করেছিলাম কিন্তু ওরা কাউকে মানে না। এখন আবার ও আজকে আমার মাকে মারলো আমরা এর কঠিন বিচার চাই
এদিকে অভিযুক্ত মেম্বার দবির মালত বলেন এসব আমার বিরুদ্ধে ষড়যন্ত্র আমার মা ও ভাইরা মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আমি তাদেরকে মারি নাই
মাদারীপুরের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনোয়ার হোসেন চৌধুরী বলেন
এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।