অতুল পাল: বাংলা নিউজ টোয়েন্টিফোর জামালপুর জেলা প্রতিনিধি ও ৭১ টেলিভিশনের বকসিগঞ্জ প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিম হত্যাকারীদের ফাঁসির দাবিতে বাউফল প্রেসক্লাবের উদ্যেগে মানববন্ধন করা হয়েছে। অঅজ রবিবার বেলা সাড়ে ১১ টায় বাউফল প্রেসক্লাবের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয় ।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাউফল প্রেসক্লাবের সভাপতি অধ্যপক আমিরুল ইসলাম, সাংবাদিক এবিএম মিজানুর রহমান, দোলোয়ার হোসেন এবং আসাদুজ্জামান সোহাগ প্রমূখ।
উল্লেখ্য, সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম গত ১৪ জুন রাত ১০টার দিকে বকশীগঞ্জ বাজারের পাটহাটি এলাকায় সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবুর সন্ত্রাসী বাহিনীর হামলার শিকার হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।