রবিবার, জানুয়ারি ২৬, ২০২৫
Homeসারাবাংলাসাংবাদিক নাদিম হত্যাকারীদের ফাঁসির দাবিতে বাউফলে মানববন্ধন

সাংবাদিক নাদিম হত্যাকারীদের ফাঁসির দাবিতে বাউফলে মানববন্ধন

অতুল পাল: বাংলা নিউজ টোয়েন্টিফোর জামালপুর জেলা প্রতিনিধি ও ৭১ টেলিভিশনের বকসিগঞ্জ প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিম হত্যাকারীদের ফাঁসির দাবিতে বাউফল প্রেসক্লাবের উদ্যেগে মানববন্ধন করা হয়েছে। অঅজ রবিবার বেলা সাড়ে ১১ টায় বাউফল প্রেসক্লাবের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয় ।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাউফল প্রেসক্লাবের সভাপতি অধ্যপক আমিরুল ইসলাম, সাংবাদিক এবিএম মিজানুর রহমান, দোলোয়ার হোসেন এবং আসাদুজ্জামান সোহাগ প্রমূখ।

উল্লেখ্য, সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম গত ১৪ জুন রাত ১০টার দিকে বকশীগঞ্জ বাজারের পাটহাটি এলাকায় সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবুর সন্ত্রাসী বাহিনীর হামলার শিকার হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments