কায়সার হামিদ মানিক: কক্সবাজারের উখিয়া উপজেলার পূর্ব মরিচ্যা এলাকায় র্যাব গোপন সংবাদের ভিক্তিতে অভিযান পরিচালনা করে ২১ হাজার ৮০০ শত পিস ইয়াবা নিয়ে মাদককারবারী তাজউদ্দিনসহ ২ জনকে গ্রেপ্তার করেছে।
রোববার রাত ১২ টার দিকে উখিয়া থানাধীন হলদিয়াপালং ইউনিয়নের ১নং ওয়ার্ডের পূর্ব মরিচ্যা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন,রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পূর্ব ধেচুয়া পালং এলাকার মৃত রশিদের ছেলে মোঃ ইউনুস (৩৪)ও হলদিয়াপালং ইউনিয়নের পূর্ব মরিচ্যা এলাকার মৃত সেহের আলীর ছেলে মোঃ তাজ উদ্দীন (৩১)।
র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া)অতিঃ পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী সোমবার বিকালে স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান রোববার ১৮ জুন র্যাব-১৫, কক্সবাজার এর সিপিএসসি এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয়, কক্সবাজার জেলার উখিয়া থানাধীন হলদিয়াপালং ইউনিয়নের ১নং ওয়ার্ডের পূর্ব মরিচ্যা এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত তথ্যের প্রেক্ষিতে রাত ১২ টার দিকে র্যাব-১৫, কক্সবাজার এর সিপিএসসি এর একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। একপর্যায়ে র্যাবের উপস্থিতি বুঝতে পেরে কতিপয় ব্যক্তি কৌশলে দৌড়ে পালানোর চেষ্টাকালে আভিযানিক দলের নিকট দুইজন মাদক কারবারী ধৃত হয়। উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তিদ্বয়ের দেহ ও সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে তাদের হেফাজত হতে ২১ হাজার ৮০০শত পিস পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ধৃত মাদক কারবারীদ্বয় জানায়, তারা পরস্পরে যোগসাজসে দীর্ঘদিন যাবত বিভিন্ন পন্থায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট অবৈধভাবে পার্শ্ববর্তী সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে কক্সবাজারের বিভিন্ন স্থানে বিক্রয় করে থাকে। অদ্য উপরোল্লিখিত ইয়াবাসহ র্যাবের আভিযানিক দলের কাছে ধৃত হয়।
উদ্ধারকৃত ইয়াবাসহ ধৃত মাদক ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এর আগে তাজউদ্দিন ৪০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার হয়ে জেল হাজতে ছিল।৩/৪ মাস আগে জামিনে জেল থেকে বের হয়ে আবারও পুরোদমে ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিল।