রবিবার, মার্চ ১৬, ২০২৫
Homeসারাবাংলাতাহিরপুরে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

তাহিরপুরে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আহম্মদ কবির: নানা আয়োজনে সুনামগঞ্জের তাহিরপুরে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।শুক্রবার (২৩জুন)দুপুরে তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা,দোয়া মাহফিল ও কেক কেটে দিবসটি উদযাপন করে তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ।

এর আগে সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হোসেন খাঁন এর নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে তাহিরপুর উপজেলা আওয়ামী উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে,তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হোসেন খাঁন এর সভাপতিত্বে,সাধারণ সম্পাদক অমল কান্তি কর এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক খেলু মিয়া,উপজেলা যুব লীগের আহবায়ক হাফিজ উদ্দিন পলাশ,উপজেলা আওয়ামী লীগের সদস্য নবাব মিয়া,আওয়ামীলীগ নেতা লাকসাব,মইনুল মিয়া,উপজেলা আওয়ামী লীগ নেতা রতন গাঙ্গুলী,আওয়ামী লীগ নেতা মিলন মিয়া,উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি আবুল বাশার,ইউপি সদস্য বাবুল মিয়া,উপজেলা যুব-মহিলা লীগের সভাপতি আইরিন আক্তার,সাধারণ সম্পাদক রেভা আক্তার প্রমুখ।

সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্ট তার পরিবারের সকল নিহত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।দোয়া শেষে কেক কেটে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়।

উল্লেখ্য যে ১৯৪৯ সালে ২৩ জুন
১৯৪৯ সালের ২৩জুন পুরান ঢাকার ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে পুর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠার মধ্য দিয়ে, আই রাজনৈতিক দলটির যাত্রা শুরু হয়।অসাম্প্রদায়িক রাজনৈতিক আদর্শের অধিকতর প্রতিফলন ঘটাতে এর নাম আওয়ামী লীগ করা হয়।দলটি ভাষা আন্দোলন,স্বাধীনতা সংগ্রামসহ বিভিন্ন আন্দোলন সংগ্রামে সামন থেকে নেতৃত্ব দেওয়া দেশের প্রাচীন ঐতিহ্যবাহী রাজনৈতিক দলটি ৭৩বছর অতিক্রম করে এবার পা রাখছে ৭৪বছরে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments