শনিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৫
Homeসারাবাংলাসিংগাইরে ইউপি মেম্বারকে কুপিয়ে হত্যা চেষ্টার মূলহোতাকে গ্রেফতার

সিংগাইরে ইউপি মেম্বারকে কুপিয়ে হত্যা চেষ্টার মূলহোতাকে গ্রেফতার

মিজানুর রহমান বাদল: মানিকগঞ্জের সিংগাইরে জমি সংক্রান্ত বিরোধ ও পূর্বশত্রুতার জেরধরে ইউপি মেম্বারকে কুপিয়ে হত্যা চেষ্টার ঘটনায় মুলহোতাকে গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (২২ জুন) দিবাগত রাত ১১ টায় র‌্যাব র‌্যাব-৪ ও র‌্যাব-১০ দল গোপন সংবাদেও ভিত্তিতে ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার হযরতপুর বাজার এলাকায় সাড়াশি অভিযান প্রধান আসামী মাদক ব্যবসায়ী ও ডাকাত দলের সরদার নাছির উদ্দিন ওরফে নছু (৪০)’কে গ্রেফতার করেন।

শনিবার (১০জুন) ভোরে উপজেলার চান্দহর ইউনিয়নের আটিপাড়া গ্রামের হযরত আলীর ছেলে ইউপি মেম্বার আব্দুল গফুর (৪৫) ফজরের নামাজ পড়ার উদ্দেশ্যে আটিপাড়া দেওয়ানবাড়ী মসজিদে যাচ্ছিলেন। পূর্বপরিকল্পিতভাবে উৎপেতে থাকা প্রতিবেশী ডাকাত দলের সরদার নাছির উদ্দিন ওরফে নছু (৪০) ও কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ওই দিন তার ভাই বাদী হয়ে সিংগাইর থানায় মামলা দায়ের করেন। পরে বৃহস্পতিবার রাতে র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ ও র‌্যাব-১০ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।

আসামীর বিরুদ্ধে সিংগাইর বিভিন্ন থানায় ৯টি ডাকাতি ও মাদক মামলা রয়েছে। বিচারাধীন মামলায় গ্রেফতার এড়াতে আসামি পলাতক থাকায় আসামির বিরুদ্ধে বিজ্ঞ আদালতের গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে বলে র‌্যাব জানান। শুক্রবার সকালে সিংগাইর থানায় সোপর্দ করা হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments