বাংলাদেশ প্রতিবেদক: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দড়গ্রাম ইউনিয়নের গাছবাড়ী এলাকা থেকে হাসেম আলী (৪৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৪ জুন) সকাল ১০টার দিকে হাসেম আলীর বাড়ির পাশের এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত হাসেম আলী উপজেলার দড়গ্রাম গাছবাড়ী এলাকার ইংরেজ আলীর ছেলে। ঘটনাস্থলে পুলিশ ও র্যাব পরিদর্শন করেছে।
জানা যায়, শুক্রবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল ভ্যানচালক হাসেম আলী। অনেক খোঁজাখুঁজির পরেও রাতে তার কোনো সন্ধ্যান পায়নি পরিবারের লোকজন।
পরে আজ সকালে নিখোঁজ ব্যক্তির বাড়ির পাশের এলাকায় তার লাশটি দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেয়া হয়।
সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকুমার বিশ্বাস বলেন, লাশটি উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়। মৃত্যুর রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।