শফিকুল ইসলাম: জয়পুরহাটে ২০ গ্রাম হেরোইন ও ১শ পিস ইয়াবাসহ পাঁচ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার ভোরে পাঁচবিবি উপজেলার বাগজানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, পাঁচবিবি উপজেলার উত্তর কৃষ্টপুর বাঙ্গালপাড়া গ্রামের বদিউজ্জামান টুকুর ছেলে মিন্টু আকন্দ (৪৩), মিন্টু আকন্দের স্ত্রী জোসনা বেগম (৪২), একই গ্রামের মানিকের ছেলে মামুন রশিদ (৩৪), রুহুল আমিনের ছেলে রাসেল (২৩) আব্দুল কাদেরের ছেলে মেহেদী হাসান সুইট (৩৪),
জয়পুরহাট গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। পাঁচবিবি উপজেলার বাগজানা এলাকায় মাদকের বেচাকেনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে ২০ গ্রাম হেরোইন ও ১শ পিস ইয়াবাসহ তাদের হাতেনাতে আটক করা হয়।
ওসি আরও জানান, মাদক সংগ্রহ করে জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবী ও উঠতি বয়সী তরুণদের কাছে সরবরাহ করে আসছিলেন আটককৃতরা।