রবিবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৫
Homeসারাবাংলাচাঁপাইনবাবগঞ্জে অস্ত্র আইনের মামলায় একজনের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র আইনের মামলায় একজনের যাবজ্জীবন

ফেরদৌস সিহানুক শান্ত:  চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় রাজিব মজুমদার (৩৫) নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই মামলায় ১৯ (এফ) ধারায় আরো ৭ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

সোমবার চাঁপাইনবাবগঞ্জের স্পেশাল ট্রাইব্যুনাল-২ এর বিচারক মোঃ রবিউল ইসলাম আসামির উপস্থিতিতে এই দন্ডাদেশ প্রদান করেন।

দণ্ডিত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর কামারপাড়ার মৃত ননী গোপালের ছেলে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৭ সালের ২৬ ডিসেম্বর র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল বিকালে শিবগঞ্জের টোলবাড়ী এলাকায় একটি আম বাগানে অভিযান চালায়। সেখানে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ৩টি বিদেশি পিস্তল, ৫ টি ম্যাগাজিন, ১০ রাউন্ড পিস্তলের গুলিসহ রাজিব মজুমদারকে আটক করা হয়। এঘটনায় ওই দিন র‌্যাবের এসআই সেলিনা ইয়াসমিন মিতা বাদী হয়ে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেন। ২০১৮ সালের ১৮ জানুয়ারি রাজিব মজুমদারকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা শিবগঞ্জ থানার এসআই ইকবাল হোসেন।

মামলার দীর্ঘ শুনানী ও স্বাক্ষগ্রহণ শেষে আদালতের বিচারক এই দন্ডাদেশ প্রদান করেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments