বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
Homeসারাবাংলাকালিহাতীতে দণ্ডপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেফতার

কালিহাতীতে দণ্ডপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেফতার

আবুল কালাম আজাদ: টাঙ্গাইলের কালিহাতীতে ১০ টি বিভিন্ন মামলায় বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ৯ টি ওয়ারেন্টভুক্ত দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রোববার ২৫ জুন ভোর রাতে ঢাকার বাড্ডা থানা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামি সেকান্দর (৫০) ও ফারুক (৪৫) উপজেলার সহদেবপুর ইউনিয়নের সহদেবপুর গ্রামের মৃত আঃ গফুরের ছেলে। এর মধ্যে সেকান্দর ৪টি মামলায় সাজাপ্রাপ্ত ও ৭টি মামলায় ওয়ারেন্টভুক্ত হয়ে এবং ফারুক ৬টি মামলায় সাজাপ্রাপ্ত এবং ২টি মামলায় ওয়ারেন্টভুক্ত হয়ে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান জানান, থানা পুলিশের একটি বিশেষ টিম দীর্ঘদিন ধরে পলাতক থাকা সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি সেকান্দর ও ফারুকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার বাড্ডা থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, ইতিপূর্বে তাদেরকে গ্রেফতারে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি অব্যাহত ছিল। পরে বুধবার ভোররাতে তাদেরকে গ্রেফতারের পর দুপুরে টাঙ্গাইল জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments