জয়নাল আবেদীন: রংপুরে ৫৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- কুড়িগ্রাম সদর উপজেলার কচিচর স্কুলপাড়া গ্রামের বিপ্লব মিয়া ও রাজারহাট তালুকাসারের রফিকুল ইসলাম।
শুক্রবার রাত সাড়ে ১০টায় মিঠাপুকুর বড় হযরতপুর ইউনিয়নের মাঝগ্রামের বৈরাগীপাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার মিঠাপুকুর থানায় মামলা দায়ের করার পর আদালতের মাধ্যমে তাদের হাজতে পাঠানো হয়েছে।
রংপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম জানান, শুক্রবার রাতে পীরগাছা থানা এলাকা থেকে একটি কাভার্ড ভ্যানে করে গোখাদ্য ভুসির মধ্যে বিপুল পরিমাণ মাদকদ্রব্য আসছে- এমন তথ্য আমাদের কাছে ছিল। ওই তথ্যের ভিত্তিতে মিঠাপুকুর থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে এবং মাদক উদ্ধার করে।
তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের জিরো টলারেন্স নীতির আলোকে পুলিশ সুপার ফেরদৌষ আলী চৌধুরীর নির্দেশে আমাদের নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।