জয়নাল আবেদীন: বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে রংপুর অঞ্চলের নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়ন এবং লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোঁচা ও ভাদাই ইউনিয়নের ৩শ৫০ টি পরিবার যারা দুঃস্থ, অসহায়, দরিদ্র, কোরবানী দেয়ার সামর্থ নেই, এরকম পরিবার খুঁজে খুঁজে মুসলিম এইড বাংলাদেশের সহযোগিতায় কোরবানীর মাংসের প্যাকেট বিতরন করা হয়েছে।
প্রতিটি উপজেলায় ১শ৭৫ টি পরিবার করে মোট ৩শ৫০ টি পরিবার প্রতি পরিবারকে ৪ কেজি করে মাংসের প্যাকেট বিতরন করা হয়। দরিদ্র পরিবারের সদস্যদের কে পুষ্টি প্রদানের জন্য এই কার্যক্রমে মুসলিম এইড ইউকে ও মুসলিম এইড ইউএসএ এর আর্থিক সহায়তায় এই কার্যক্রম বাস্তবায়ন করা হয় ।সৈয়দপুর উপজেলায় মুসলিম এইড অফিসে ও বোতলাগাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় এর এই বিতরন সম্পন্ন হয়। বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান ও বোতলাগাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক উপস্থিত থেকে কোরবানীর মাংস বিতরন করেন।
এছাড়াও আরডিআরএস এর পক্ষে সকল কার্যক্রম সম্পন্ন করেন মোঃ রবিউল ইসলাম, মনজুর কাদের, হুমাযুন কবীর, আতিকুল ইসলাম, সাফকাতুল ইসলাম, ইরফান আহমেদ সহ মুসলিম এইড এর আখতার হোসেন।এদিকে আদিতমারী উপজেলা পরিষদ হল রুমে মাংস বিতরন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি শোহেবুর রহমান স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সামসুল হক এবং মহিষখোচা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী মোঃ মোসাদ্দেক হোসেন, মহিষখোঁচা ফেডারেশন সভাপতি, মোঃ মজমুল মিয়া মহিষখোঁচা দাখিল মাদ্রাসা সুপার মোঃ আব্দুল জলিল মিয়া বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়াও আরডিআরএস‘র পক্ষে মোঃ ফিরোজ বুলবুল, শফিকুল ইসলাম, শশীউল ইসলাম, শহিদুল হক, সামসুল হক সহ অন্যান্য কর্মকর্তা । উল্লেখ্য দরিদ্র পরিবারের মাঝে এই মাংস বিতরন এর জন্য আরডিআরএস বাংলাদেশ, মুসলিম এইড ইউকে এবং মুসলিম এইড ইউএসএ এর আর্থিক সহায়তায় বিতরন করেছে।
উক্ত বিতরন অনুষ্ঠানে মুসলিম এইড বাংলাদেশের কান্টি অফিসের কো-অরডিনেটর হিউমেনেটেরিয়ান খন্দকার আব্দুল কাদের রাজু আরডিআরএস বাংলাদেশ উর্ধ্বতন সমন্বয়কারী রাশেদুল আরেফীন বিতরন কার্যক্রমে উপস্থিত ছিলেন।