সোমবার, ফেব্রুয়ারি ১০, ২০২৫
Homeসারাবাংলা'সততা, দৃঢ়তা ও মানবতা দিয়ে বাংলাদেশের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে বঙ্গবন্ধু...

‘সততা, দৃঢ়তা ও মানবতা দিয়ে বাংলাদেশের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে বঙ্গবন্ধু কন্যা’

মিজানুর রহমান বুলেট: বাংলাদেশ আওয়ামী যুবলীগ সাধারন সম্পাদক আলহাজ্ব মো.মাইনুল হোসেন খান নিখিল বলেছেন, বঙ্গবন্ধুর কন্যাকে দাবিয়ে রাখার ক্ষমতা কিছু বিপদগামী মানুষ ও বিদেশী প্রভুদের আছে বলে আমি বিশ্বাস করিনা। তাঁর সততা দৃঢ়তা ও মানবতা দিয়ে বাংলাদেশের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে।

তিনি ভাবেন দেশের ১৬ কোটি মানুষকে কিভাবে ভাল রাখা যায়। আর আমি, আপনি সারাক্ষন ভাবি কেমন করে আমার সন্তানকে মানুষ করা যায়। ডাক্তার ,ইঞ্জিনিয়ার বানানো যায়। কেমন করে হাজার টাকার মালিক হওয়া যায়। কেমন করে এমপি মন্ত্রী হওয়া যায়। রবিবার রাত ১০ টার দিকে উপজেলা যুবলীগের উদ্যোগে পটুয়াখালীর কলাপাড়ায় স্থানীয় আওয়ামীলীগ কার্যলয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগ সাধারন সম্পাদক আলহাজ্ব মো.মাইনুল হোসেন খান নিখিল এসব কথা বলেন।

তিনি আরও বলেন, গনপ্রজাতন্ত্রীক দেশ। বারবার বলে গনতন্ত্র নেই। বিএনপি জামাত অন্দোলন, মিছিল ও মিটিং করছে। কিন্তু আন্দোলন সংগ্রাম করতে গিয়ে ওরা সন্ত্রাসী কর্মকান্ড করছে, তার প্রমান চট্রগ্রামে। বিএনপি জামাত সকল বিভাগে তারুন্যের সমাবেশের ডাক দিয়েছেন। আমি বলেছি ওখানে কোন তারুন্যের সমাবেশ নেই। ওখানে কোন তরুন নেই, তারন্য নেই। ওখানে আছে জঙ্গীবাদ, পেট্রল বোমা হামলাকারি, ইয়াবা ব্যাবসায়ি, মানুষ হাত্যাকারী। করান তাদের নেতাই সেই কাজটা করেছে।

উপজেলা যুবলীগের সভাপতি শফিকুল আলম বাবুল’র সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ আতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধ আব্দুল মোতালেব তালুকদার, পৌর আওয়ামীলীগ সভাপতি ও পৌর মেয়র বিপুল চন্দ্র হাওরাদার, বাংলাদেশ আওয়ামী যুবলীগ সাংগঠনি সম্পাদক এ্যাড.ড.শামীম আল সাইফুল সোহাগ, পটুয়াখালী জেলা শাখা যুবলীগ সভাপতি এ্যাড. মো.শহিদুল ইসলাম শহিদ, সাধারন সম্পাদক এ্যাড.মো.সৈয়দ সোহেল, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য মো.হুমায়ুন কবির, মো.মাকসুদুর রহমান। এ সময় উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়নের যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চলনা করেন উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক এ্যাড.সাইদুর রহমান সাইদ।

বাংলাদেশ আওয়ামী যুবলীগ সাধারন সম্পাদক আলহাজ্ব মো.মাইনুল হোসেন খান নিখিল গত শুক্রবার রাতে স্বপরিবারে কুয়কাটা সফরে এসেছেন। এর পর কুয়াকাটা সমুদ্র সৈকত, পায়রা বন্দর, তাপবিদ্যুৎ কেন্দ্র সহ সরকারের মেঘা প্রকল্প গুলো ঘুরে দেখেন। রবিবার রাতে মতবিনিময় সভা শেষে কুয়াকাটায় রাত্রি যাপন করেন। সোমবার বিকেলে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন বলে জানা গেছে। এর পরে ঐরাতে মহিপুর থানা যুবলীগ ও কুয়াকাটা পৌর যুবলীগের আয়োজনে মতবিনিময় সভায় যোগদেন। সোমবার বিকেলে ঢাকার উদ্দেশ্য রওনা হয়েযায়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments