জয়নাল আবেদীন: কিশোরী যুবতি কিম্বা নারী নয় এবার এক চিকিৎসককে অপহরণ এবং ২৫লাখ টাকা দেনমোহরানায় ধার্য করে বিয়ে রেজিস্ট্রি করার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী চিকিৎসক ।
সোমবার বিকেলে রংপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে নাটকীয় বিয়ের সেই চিত্র তুলে ধরেন রংপুরের কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ সহকারী সার্জন ডাক্তার আবু তারিক মো: আহসান । তিনি লিখিত বক্তব্যে বলেন গত ১জুন ফুফাতো ভাই আশরাফুল ইসলাম অচেনা মেয়ে পক্ষের৪/৫জনের একটি অপহরণকারী দল তাকে বেলা ২টার দিকে অপহরণ করে রংপুর নগরির শাপলাচত্তর এলাকার একটি বাড়িতে নিয়ে যায় । সেখানে ৬ঘন্টা বন্দী করে রাখে । এরপর চেনা নেই জানানেই হুট করে একটি মেয়েকে হাজির করে ২৫লাখ টাকা দেনমোহরানায় বিয়ে রেজিস্ট্রি করে এবং তাকে সাক্ষর করতে বাধ্য করে । তবে এসময় কলমা পড়া বিয়ের অন্যান্য অনুষ্ঠান সহ তার পক্ষের কোন সাক্ষি ছিলোনা এরপর তাঁকে সেই বাড়ি থেকে বের করে দেয় । এঘটনার পর তিনি জানতে পারেন কথিত স্ত্রী মোছা: রুকাইয়া শহীদ স্পর্শ নামের মেয়েটির বাড়ি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার সোনাকান্দর গ্রামে । তাঁর মায়ের নাম সাবিনা ইয়াসমিন বিন্দু এবং বাবার নাম মোঃ শাহিদুল ইসলাম পিন্টু । তিনি সরকারী দলের রাজনীতির সঙ্গে জড়িত ।
সংবাদ সম্মেলনে আরো জানান তিনি ওই ঘটনার পর নিজের নিরাপত্তার কথা ভেবে আত্মগোপনে চলে যান । ইতোমধ্যে চিকিৎসক ওই মেয়েকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেন । ফলে বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন সেই চিকিৎসক । সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্ন উত্তরে চিকিৎসক বলেন তিনি পুলিশের কাছ থেকে সহযোগিতা পাওয়াতো দুরের কথা তারাইতো নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছে ।