রবিবার, মে ১৯, ২০২৪
Homeসারাবাংলারংপুরে আবাসনের দাবিতে ভূমিহীনরা সরব

রংপুরে আবাসনের দাবিতে ভূমিহীনরা সরব

জয়নাল আবেদীন: রংপুরে আবাসনের দাবিতে সরব হয়ে উঠেছে ভূমি ও গৃহহীনরা। বিভিন্ন সংগঠনের ব্যানারে দাবি আদায়ে সভা, সমাবেশ, বিক্ষোভ মিছিলের মতো কর্মসূচি পালন করে আসছেন তারা। এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার রংপুর আগমনের আগে আবাসনের দাবিতে স্মারকলিপি প্রদান করেছে ভূমিহীনরা।

সোমবার দুপুরে ‘ভূমিহীন সংগ্রাম পরিষদ রংপুর’ এর উদ্যোগে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসকের অনুপস্থিতিতে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক। এদিকে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট স্মারকলিপি গ্রহণকালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতায় ভূমিহীনদের আবাসন নিশ্চিতে জরুরি পদক্ষেপ নেওয়া হবে বলে মাইকে ঘোষণা দেন। স্মারকলিপি প্রদানের পূর্বে বিভিন্ন দাবি সম্মিলিত ফেস্টুন, ব্যানার, লাল পতাকার একটি বিক্ষোভ মিছিল শাপলা চত্বর থেকে নগরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।এর আগে সকালে ভূমিহীনদের স্থায়ী আবাসনের দাবিতে নগরীর শাপলা চত্বরে সমাবেশ করা হয়।

এতে সংগঠনের আহ্বায়ক রাশেদুল ইসলাম রাশেদের সভাপতিত্বে বক্তব্য দেন ভূমিহীন সংগ্রাম পরিষদের প্রধান উপদেষ্টা ও জেলা বাসদের আহ্বায়ক আব্দুল কুদ্দুস, উপদেষ্টা মিজানুর রহমান, সদস্য হিরা মনি আক্তার হাসি, আরিফ হোসেন, পিয়ারা বেগম, ছাত্রফ্রন্টের রিনা মুর্মু ও উত্তম কুমার দাস প্রমুখ। সমাবেশ সঞ্চালনা করেন সংগঠনের উপদেষ্টা ও বাসদ নেতা মমিনুল ইসলাম।নেতৃবৃন্দ বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী অঙ্গীকার মুজিববর্ষে কেউ গৃহহীন থাকবে না। প্রয়োজনে জমি কিনে হলেও প্রতিটি গৃহহীন পরিবারের জন্য সরকারি আবাসন নিশ্চিত করবে সরকার। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় বিগত দুই বছরে স্থানীয় প্রশাসন ছাড়াও চারবার রংপুর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর সহস্রাধিক ভূমিহীনদের উপস্থিতিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। আজও কার্যকর কোন পদক্ষেপ পরিলক্ষিত হয়নি।

কমরেড আব্দুল কুদ্দুস বলেন, রংপুর সিটি করপোরেশন এলাকায় হাজার হাজার ভূমিহীন রয়েছে। তাদের একদিকে নিয়মিত কোন কাজ নেই, অপরদিকে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে তাদের নাভিশ্বাস উঠেছে। তারা মাটি ভাড়া নিয়ে টিনের ছাপড়া বা চালা তুলে একই ঘরে ৪-৫ জন সদস্য অস্বাস্থ্যকর পরিবেশে মানবেতর জীবনযাপনে বাধ্য হচ্ছেন।

উল্লেখ্য, আগামী ২ আগস্ট বুধবার রংপুর সফরে আসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন রংপুর জিলা স্কুল মাঠে আওয়ামী লীগের রংপুর বিভাগীয় মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন সরকার প্রধান।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments