শুক্রবার, সেপ্টেম্বর ২২, ২০২৩
Homeসারাবাংলাবিএনপি’র কার্যালয়ের সামন থেকে মৌলভীবাজার জেলা যুবদল নেতাসহ আটক ৩

বিএনপি’র কার্যালয়ের সামন থেকে মৌলভীবাজার জেলা যুবদল নেতাসহ আটক ৩

মোঃ জালাল উদ্দিন: রাজধানীর মহাসমাবেশে অংশগ্রহণের লক্ষ্যে ঢাকায় অবস্থানরত মৌলভীবাজার জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মোহিত, সহ সাংগঠনিক সম্পাদক শাহজান আহমদ, সহ দপ্তর সম্পাদক খছরু আহমদ কে পুলিশ কর্তৃক গ্রেফতারে মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান (ভিপি মিজান) নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

বৃহস্পতিবার ২৭ জুলাই ২০২৩ইং, গণমাধ্যমে দেয়া জেলা বিএনপির এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএনপি’র ১ দফা দাবী আদায়ের লক্ষ্যে ঢাকার মহাসমাবেশে যোগ দানের জন্য বাংলাদেশ জাতীয়বাদী যুবদল মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক এম এ মোহিত, সহ সাংগঠনিক সম্পাদক শাহজান আহমদ, সহ দপ্তর সম্পাদক খছরু আহমদ, ঢাকাস্থ বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের সামন থেকে বৃহস্পতিবার ২৭ জুলাই দিবাগত রাত ২ ঘটিকায় পুলিশ আটক করে।

পুলিশের হয়রানী ও নির্যাতন এবং গণগ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মিজানুর রহমান বলেন, শান্তিপূর্ণ এই সমাবেশকে কেন্দ্র করে এসব গণ গ্রেফতার নিন্দনীয়। একই সাথে গ্রেফতারকৃত সকল নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তির দাবী জানান তিনি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments