ওয়াহিদুর রহমান: সুনামগঞ্জ জেলাধীন জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের লোহারগাঁও(ঢালারপাড়)গ্রামের যুক্তরাজ্য প্রবাসী কমলা মিয়ার বাড়ীতে বসবাসকারী সুনামগঞ্জের দিরাই উপজেলার ইসলামপুর গ্রামের খুশবুল মিয়ার পুত্র দিনমজুর তিন সন্তানের জনক রুপক মিয়া ওরফে রোকন মিয়া (৪০) তার স্ত্রী সুনামগঞ্জের দিরাই উপজেলার আলীনগর গ্রামের বাসিন্দা মাকমুদ নুরের মেয়ে রুমি বেগম (৩৫)কে প্রথমে এলোপাতারি ছুরিকাঘাত পরে গলায় কাপর পেঁচিয়ে শ্বাসরোধ করে নিশংসভাবে হত্যা করেছে বলে স্বীকারোক্তি দিয়েছে পাষন্ড স্বামী।
স্ত্রী হত্যার দায় স্বীকার করে (২৭ জুলাই) বৃহস্পতিবার সুনামগঞ্জ বিজ্ঞ চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম ইসরাত জাহানের আদালতে ১৪৪ ধারায় জবানবন্দি দিয়েছে ঘাতক স্বামী।
আসামীর স্বীকারোক্তি ও ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক মিজানুর রহমান জানান,তিন সন্তানের জনক-জননী পাটলীর লোহারগাঁও গ্রামের প্রবাসীর বাড়ীতে প্রায় ১২ দিন পূর্বে স্ব-পরিবারে নিজ এলাকা দিরাই থেকে চলে আসে। কিন্তু উক্ত দম্পতির মাঝে সংসার খরচ,বাচ্চাদের ভরণ-পোষণ নিয়ে প্রায় সময় ঝগড়া ও মারামারি চলে আসছিল।।
এরই জেরধরে (২৬ জুলাই) বু্ধবার ভোররাতে রূপক তার স্ত্রীকে প্রথমে ছুরিকাঘাত পরে গলায় কাপর পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে।
খবর পেয়ে জগন্নাথপুর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক স্বামীকে আটক করে এবং নিহত স্ত্রীর লাশ উদ্ধার করে পি,এম রিপোর্টের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে।
হত্যাকান্ডের ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে জগন্নাথপুর থানায় রূপকের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন।