আব্দুল লতিফ তালুকদার: টাঙ্গাইলের ভূঞাপুরে ভুয়া পুলিশ পরিচয়ে জাহাঙ্গীর হোসেন (৪৫) নামে এক কাপড় ব্যবসায়ীকে মারধর ও চাঁদা দাবির অভিযোগে ৩ যুবককে আটক করেছে ভূঞাপুর থানা পুলিশ। মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এরআগে সোমবার (৩১ জুলাই) রাতে উপজেলার গাবসারা ইউনিয়নের পুংলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন- উপজেলার খুপিবাড়ী গ্রামের আব্দুল আজিজের ছেলে কাওসার (২২), ছাব্বিশা গ্রামের নূরুল ইসলামের ছেলে রাকিব মিয়া (২৫) এবং ফসলান্দি গ্রামের শামসুল হকের ছেলে সিফাত (২৫)।
কাপড় ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন জানান, সোমবার সন্ধ্যায় বাড়ির পাশে যমুনা নদীরপাড়ে বসেছিলাম। হঠাৎ কাওসারের নেতৃত্বে ৭-৮ জন যুবক ভুয়া পুলিশ পরিচয়ে আমার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। পরে টাকা দিতে অস্বীকার করলে আমাকে হাত ও মুখ-বেঁধে পাট ক্ষেতে নিয়ে মারধর করে এবং হত্যার হুমকি দেয়।
বাধ্য হয়ে একপর্যায়ে কাওসারকে বাড়িতে পাঠালে সে আমার স্ত্রীর কাছ থেকে ৫০ হাজার টাকা নিয়ে আসে এবং মোবাইলের বিকাশে থাকা ১৮ হাজার টাকা জোরপূর্বক নিয়ে নেন। পরে পরিবারের লোক কাওসারের পেছনে এসে আমাকে উদ্ধার করে এবং তাদের ধাওয়া করে ৩ জনকে আটক করে। বাকিরা পালিয়ে যায়। পরে পুলিশকে খবর দিলে তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, কাপড় ব্যবসায়ীকে মারধরের অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতরা ওই কাপড় ব্যবসায়ীর কাছে পুলিশ পরিচয় দেন ও মারধর করে।
এ ঘটনায় ভুক্তভোগী বর্তমানে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তিনি এখনো অভিযোগ করেনি। তবে, তাদের বিরুদ্ধে আইগত ব্যবস্থা নেওয়া হবে।