আহম্মদ কবির: সুনামগঞ্জের তাহিরপুরে ঝড়ের কবলে নৌকা ডুবে নিখোঁজ নিকেন্দ্র বর্মণ(৭০)নামের এক বৃদ্ধের লাশ ভেসে উঠলো টাঙ্গুয়ার হাওরে।
আজ(৩আগস্ট)বৃহস্পতিবার সকালে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের ইন্দ্রপুর গ্রাম সংলগ্ন টাঙ্গুয়ার হাওরের রাঙামাটি বিলে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায় গতকাল বিকালে নিকেন্দ্র বর্মণ নিজের বসতভিটের মাটি সংগ্রহ করতে নিজ বাড়ি হতে ছোট নৌকা নিয়ে বাঙ্গালভিটা গ্রামে গিয়েছিল,মাটি নিয়ে আসার সময় সন্ধ্যায় ইন্দ্রপুর গ্রাম সংলগ্ন টাঙ্গুয়ার হাওরের রাঙামাটি বিলে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে নিখোঁজ হয়ে যায়,এরপর আত্মীয়-স্বজনসহ স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করার পর আজ সকালে ইন্দ্রপুর গ্রাম সংলগ্ন টাঙ্গুয়ার হাওরের রাঙামাটি বিলে ভেসে থাকা মরদেহ দেখে থানা পুলিশকে খবর দিলে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের নিয়ে ভেসে থাকা লাশ উদ্ধার করে।
এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার এসআই আহমেদুল আরেফিন জানান আমি ঘটনাস্থলে আছি লাশ উদ্ধার করা হয়েছে।