সোমবার, অক্টোবর ১৪, ২০২৪
Homeসারাবাংলাঈশ্বরদীতে মাদক ব্যবসায়ীর পেট ও পকেট থেকে উদ্ধার হলো ২ হাজার ৫০...

ঈশ্বরদীতে মাদক ব্যবসায়ীর পেট ও পকেট থেকে উদ্ধার হলো ২ হাজার ৫০ পিস ইয়াবা

স্বপন কুমার কুন্ডু: ঈশ্বরদীতে মাদক ব্যবসায়ীর পেট ও পকেট থেকে ২ হাজার ৫০ পিচ ইয়াবা উদ্ধার হয়েছে। এসময় মাদক ব্যবসায়ী সালাউদ্দীন (৪০) কে আটক করা হয়। আটককৃত সালাউদ্দীন কক্সবাজার জেলার চকরিয়া থানার বদরখালি গ্রামের মৃত শফিকুর রহমানের পুত্র। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরের দিকে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ‘পাবনা খ’ ঈশ্বরদীর সার্কেলের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

ঈশ্বরদী সার্কেলের পরিদর্শক আবদুল্লাহ আল মামুন জানান, দাশুড়িয়া বনপাড়া মহাসড়কের মুলাডুলি রেলক্রসিং এর আগে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি চলছিল । ঢাকা হতে কুষ্টিয়াগামি এসবি পরিবহনের যাত্রিদের তল্লাশিকালে মাদক ব্যবসায়ী সালাউদ্দীনের প্যান্টের পকেটে পলিথিনের মোড়ানো ৬৫০ পিচ উদ্ধার হয়। পরে সালাউদ্দীনকে এক্সরে এবং আলট্রাসোগ্রাম করার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। আলট্রাসোগ্রাম করার পর তাঁর পেটে ক্যাপসুল শনাক্ত হয়। তাকে ওষুধ খাওয়ানোর পর পায়ুপথে ২৮টি ক্যাপসুল বের হয়ে আসে। এসব ক্যাপসুলের ভেতর থেকে ১ হাজার ৪ শত পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়।

আটককৃত আসামির বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে ঈশ্বরদী থানায় একটি নিয়মিত মামলা দায়ের হয়েছে ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments