শনিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৫
Homeসারাবাংলামুন্সীগঞ্জের লৌহজংয়ে ট্রলারডুবি: আরও এক শিশুর মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জের লৌহজংয়ে ট্রলারডুবি: আরও এক শিশুর মরদেহ উদ্ধার

বাংলাদেশ প্রতিবেদক: মুন্সীগঞ্জের পদ্মার শাখা নদীতে বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় তুরান (৮) নামের আরও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো নয় জনে। স্বজনরা দাবি করছেন, এখনও নিখোঁজ রয়েছে আরও দুই শিশু।

সোমবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে দুর্ঘটনাস্থল থেকে ২ কিলোমিটার দূরে সুবচনী বাজার সংলগ্ন এলাকায় পদ্মার শাখা নদীতে ভাসমান অবস্থায় ওই মরদেহ উদ্ধার করা হয়।

তুরান একই এলাকার সিঙ্গাপুর প্রবাসী আরিফ হোসেনের ছেলে।

তুরানের মামা তরিকুল ইসলাম বলেন, ‘আজ সকালে পুলিশ জানায়, আমার ভাগ্নে তুরানের লাশ পাওয়া গেছে। আমরা এসেছি। আমার আরেক ভাগ্নে এখনও নিখোঁজ রয়েছে।’

লৌহজং ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কয়েস আহম্মেদ জানান, সকাল সাড়ে ৭টার দিকে দুর্ঘটনাস্থল থেকে প্রায় ২ কিলোমিটার দূরে সুবচনী বাজার সংলগ্ন পদ্মার শাখা নদীতে ভাসমান অবস্থায় তুরানের লাশ পাওয়া যায়। নিখোঁজদের সন্ধানে ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএর তল্লাশি চলছে।

লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল আওয়াল জানান, সকাল সাড়ে ৭টার দিকে নিখোঁজ আরও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। এখন পর্যন্ত আরও দুই শিশু নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে অভিযান চলছে।

প্রসঙ্গত, শনিবার রাত ৮টার দিকে মুন্সীগঞ্জ লৌহজং উপজেলা খিদিরপাড়া ইউনিয়নের রসকাঠি এলাকায় পদ্মার শাখা নদীতে বাল্কহেডের ধাক্কায় ৪৭ যাত্রী নিয়ে ডুবে যায় পিকনিকের ট্রলারটি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments