শনিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৫
Homeসারাবাংলাগোড়াগাড়ীতে কোটি টাকার হেরোইন ও একটি পিস্তলসহ দুই চোরাকাররি গ্রেফতার

গোড়াগাড়ীতে কোটি টাকার হেরোইন ও একটি পিস্তলসহ দুই চোরাকাররি গ্রেফতার

মাসুদ রানা রাব্বানী: রাজশাহীতে ১টি ওয়ানশুটার গান ও ১ কেজি হেরোইন-সহ দুই চোরা- কারবারিকে গ্রেফতার করেছে রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) বৃহস্পতিবার (২৪ আগস্ট) দিবাগত রাত দেড় টায় রাজশাহীর গোদাগাড়ী থানার মাটিকাটা আদর্শ কলেজ এলাকায় তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো: মোঃ জামাল (৩৯), সে গোদাগাড়ী থানার দিয়াড় মানিকচরের মোঃ রকিবুর রহমানের ছেলে ও তার সহযোগী মোঃ ইসমাইল হোসেন (২৪), সে একই থানার ভগবন্তপুরের মো: আনারুল হকের ছেলে। শুক্রবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ রফিকুল আলম।

তিনি জানান, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি অভিযানিক দল জানতে পারে গোদাগাড়ীর মহিষালবাড়ী বাজারের দুইজন মাদক কারবারি অবৈধ অস্ত্র ও মাদক নিয়ে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদের হেরোইন ও অস্ত্র-সহ হাতেনাতে গ্রেফতার করে পুলিশ পরিদর্শক (ডিবি) মোঃ আব্দল হাই ও সঙ্গীয় ফোর্স।

এ ব্যপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং অস্ত্র আইনে একটি মামলা রুজু হয়েছে। শুক্রবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments