জয়নাল আবদেীন: অ্যালাইড হেলথ র্বোড বাতিল ও ‘্মেডিকেল এডুকেশন র্বোড অব বাংলাদশে নামে স্বতন্ত্র র্বোড গঠনসহ চার দফা ্দাবীতে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবশে করছেে ্মেডিকেল এসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষারথীরা । মানববন্ধন থেকে সারাদশেরে ৫০ হাজারেরও বেশী ম্যাটস শিক্ষারথীদের দাবি বাস্তবায়নরে দাবি জানানো হয়। দাবি আদায় না হলে আগামীতে লাগাতার আন্দোলন র্কমসূচরিহুশিয়ারী দেন তারা।রোববার দুপুর ১২টায় রংপুর প্রেসক্লাবের সামনে সাধারণ শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন র্কমসূচি পালন করা হয়। এ সময় শিক্ষার্থীরা চার দফা দাবি তুলে ধরে অবলিম্বে তা বাস্তবায়নে সরকার প্রধানসহ সংশ্লিস্টদের প্রতি আহ্বান জানানো হয়। শিক্ষার্থীদের দাবীগুলো হলো- ইন্টার্নশিপ বহাল রেখে র্কোস কারকিুলাম সংশোধন, অ্যালাইড হেলথ র্বোড বাতিল করে ‘ মেডিকেল এডুকেশন র্বোড অব বাংলাদশে’ নামে স্বতন্ত্র র্বোড গঠন, র্কমসংস্থান সৃষ্টি ও অবলিম্বে নিয়োগদান এবং বঙ্গবন্ধুর পঞ্চর্বাষকিী পরকিল্পনা অনুয়ায়ী উচ্চশক্ষিার সুযোগ প্রদান।এ সময় বক্তারা বলনে ১৯৭৩ এর পর থকেে এদশেরে প্রান্তিক ও গ্রামীন পর্যায় সাধারন মানুষের চিকিৎসা সেবা নিচশিত করতে বিগত ৫০ বছর ধরে চিকিৎসা সেবা দিয়ে আসছেন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফসিারগণ। ১৯৭৩ সালের বঙ্গবন্ধুর প্রথম পঞ্চর্বাষকিী পরিকল্পনা অনুযায়ী ৪ বছর ময়োদি ডিপ্লমা এই কোর্সের উচসে শিক্ষা ও পদোন্নতি কথা থাকলেও গত ৪৮ বছরে তা বাস্তবায়ন হয়নি । বাংলাদেশে এমন আর কোনো ডিপ্লোমা ডিগ্রী নাই যাদের উচ্চ শিক্ষার সুযোগ নাই । কেবল মাত্র ম্যাটস শিক্ষার্থীদের ক্ষেত্রে কেন এত বৈষম্য ? সরকারি ১২ টা সহ সারাদশেে ২৫০ টির বেশী ম্যাটস রয়ছে। প্রতিবছর হাজার হাজার শিক্ষার্থীদের মাত্র ২২ বছরে তার শিক্ষা জীবনে ইতি টানতে হচ্ছে শুধুমাত্র কিছু কুচক্রী মহলরে কারনে মেডিকেল স্টুডেন্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় কমটিরি সহ-সভাপতি তৌফকিুর রহমান, সহ-সাংগঠনকি সম্পাদক রায়হানুল রাব্বী, রংপুর জেলার সাবেক সভাপতি মোহাম্মদ পিয়াল । র্কমসূচি চলাকালে প্রেসক্লাবের আসপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করতে দেখা যায়।