স্বপন কুন্ডুঃ ঈশ্বরদীতে আলাল হোসেন (৩৭) নামে এক মানসিক প্রতিবন্ধী যুবক আত্মহত্যা করেছে। মঙ্গলবার দুপুর ২ টার দিকে উপজেলার সাঁড়া ইউনিয়নের সাঁড়া ঝাউদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলাল ঐ গ্রামের বীর মুক্তিযোদ্ধা আঃ বারিক এর ছেলে।
নিহতের পরিবার জানায়, আলাল মানসিক ভাবে অসুস্থ ছিলো। ২০২০ সালে তাকে পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসাও দেওয়া হয়েছিল। মঙ্গলবার দুপুরে নিজ শয়ন কক্ষে বিষ পান করে আলাল। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়।
থানার ওসি অরবিন্দ সরকার জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত চলছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।