কর্মশালায় এসইআইপি প্রকল্পের সোস্যাল মার্কেটিং কার্যক্রমের সার্বিক দিক নিয়ে মুল বিষয়বস্তু উপস্থাপন করেন সেইপ এর সোস্যাল মার্কেটিং অফিসার মো: মাসউদ হাসান। উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, জনপ্রতিনিধি, নারী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধি, উন্নয়ন কর্মী, সাংবাদিক এবং সমাজের অনগ্রসর শ্রেণীর প্রতিনিধিসহ মোট ৩২ জন অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে কলাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এম রাকিবুল আহসান বলেন, নারী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও কর্মহীন যুবকসহ অনগ্রসর জনগোষ্ঠীকে দক্ষ কর্মীতে রুপান্তরিত করতে পারলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির অব্যাহত অগ্রগতির ধারা আরও ত্বরান্বিত করা সম্ভব হবে।
সভাপতির বক্তব্যে ইউএনও মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন, ২০৪১ সালের মধ্যে একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্য নিয়ে বর্তমান সরকার কাজ করছে। দেশের যুব সমাজকে প্রশিক্ষিত করতে পারলে তাদের অনেকে উদ্যোক্তা হিসেবে অন্যের জন্যও কর্মসংস্থানের সুযোগ করতে পারবে।