ওসমান গনিঃ কুমিল্লার চান্দিনায় জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা হয়। রবিবার (১৭ সেপ্টেম্বর) সকালে চান্দিনা উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা হয়। এর আগে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ৩ দিন ব্যাপী মেলার উদ্বোধন করা হয়। মেলায় চান্দিনা উপজেলা প্রশাসন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, বিআরডিবি ও চান্দিনা পৌরসভার পৃথক ৫টি স্টল স্থান পায়।
আলোচনা সভায় চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস শীল এর সভাপতিত্বে বক্তৃতা করেন – চান্দিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তপন বক্সী, চান্দিনা পৌরসভার মেয়র শওকত হোসেন ভূইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জহিরম্নল ইসলাম মুন্সী, উপজেলা কৃষি কর্মকর্তা মনিরম্নল হক রোমেল, উপজেলা প্রকৌশলী রাকিবুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী আবদুল মালেক, বাড়েরা ইউপি চেয়ারম্যান আহসান হাবিব ভুইয়া।
এসময় উপস্থিত ছিলেন- চান্দিনা উপজেলা সহকারী কমিশনার ভূমি উম্মে হাবিবা মজুমদার, সাবেক জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষকলীগ সভাপতি মনির খন্দকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কাজী আখলাকুর রহমান জুয়েল প্রমুখ।