জয়নাল আবেদীন: আর্তমানবতার সেবা সংগঠন রংপুর রোটারী ক্লাব অব সিনার্জির উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান ও সম্মাননা প্রদান অনুষ্ঠান হয়েছে।
শনিবার রাতে রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে সংগঠনটির প্রেসিডেন্ট ডাঃ মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলার সেবক জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আকবর হোসেন, রোটারী ক্লাবের ডিস্ট্রিক সেক্রেটারী আশিক ইকবাল টুটুল। রোটারী ক্লাব অব রংপুর সেন্ট্রালের কর্মকর্তা পার্থ বোস, রোটারী ক্লাব অব রংপুর সিনার্জির কর্মকর্তা শাহজাহান কবির, একেএস, শাহনাজ বেগম। এ সময় অনুষ্ঠানের বিশেষ অতিথি , রংপুর প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি মোনাব্বর হোসেন মনা ও সাধারণ সম্পাদক মেরিনা লাভলীকে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করা হয়। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।