আবুল কালাম আজাদ : টাঙ্গাইলের কালিহাতীতে ৩দিন ব্যাপী কৃষি মেলা উদ্বোধন ও কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে ও ২০২২-২০২৩ অর্থ বছরে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের সহযোগিতায় এ মেলার উদ্বোধন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম। উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসেইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারহানা মামুন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রায়হানুল ইসলাম ও জান্নাতুল নাঈম । উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারহানা মামুন জানান, আগামী ২১ সেপ্টেম্বর সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ৩দিন ব্যাপী কৃষি মেলার সমাপ্তি ঘটবে।
অপরদিকে কালিহাতী উপজেলা পরিষদ চত্বরে উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলা সমাপ্ত হয়েছে।