এ এম মিজানুর রহমান বুলেট ঃ পটুয়াখালীর কলাপাড়ায় সরকারের উন্নয়ন মূলক কাজের চিত্র তুলে ধরে পথসভা করেছে সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী ও পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাহবুবুর রহমান তালুকদার।
মংগলবার দুপুরের দিকে পৌরশহরের সুরেন্দ্রমোহন চৌধুরী সড়কের মনোহরীপট্রিতে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় পথসভায় বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস,এম রাকিবুল আহসান। পথ সভায় শতশত নেতা কর্মীরা শেখ হাসিনার সরকার বারবার দরকার,শেখ হাসিনার দুই নয়ন বাংলাদেশের উন্নয়ন স্লোগানে মুখরিত করে তোলে । এ সময় পৌরশহর সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।