জয়নাল আবেদীন ঃ বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে বুধবার বিভাগীয় নগরি রংপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে।
এবারের প্রতিপাদ্য ছিলো ইন্টারনেটের তথ্য পেলে জনগণের শান্তি মেলে। রংপুর জেলা প্রশাসনের আয়োজনে ও সচেতন নাগরিক কমিটি (সনাক) টিআইবি রংপুর এর সহযোগিতায় সকাল ১১ টায় রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে থেকে র্যালি বের হয় । বর্ণাঢ্য র্যালির উদ্বোধন করেন রংপুর জেলার সেবক প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান। র্যালি শেষে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মুল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক শাহ আলম । বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ডাবিøউ.এম রায়হান শাহ, রংপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, সহ অন্যান্য অতিথিবৃন্দ।