আহম্মদ কবির: সুনামগঞ্জের মধ্যনগরে দুটি কাঠবডি ইঞ্জিনচালিত নৌকা ও ২৪বস্তা ভারতীয় চিনিসহ ৫চোরাকারবারিকে আটক করে মধ্যনগর থানা পুলিশ।
আজ (২৯সেপ্টেম্বর)শুক্রবার বিকাল সাড়ে ৫টার সময়,গোপন সংবাদের ভিত্তিতে,মধ্যনগর থানা অফিসার ইন-চার্জ(ওসি)এমরান হোসেন এর নির্দেশে,থানা পুলিশের একটি চৌকসটিম,ধ্যনগর থানা এলাকার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের মাঝেরছড়া গ্রাম সংলগ্ন টাঙ্গুয়ার হাওরের পার হতে ১২শত কেজি ভারতীয় চিনি ও ২টি কাঠবডি ইঞ্জিনচালিত নৌকাসহ ৫চোরাকারবারি কে আটক করে।
আটককৃত চোরাকারবারিরা পার্শ্ববর্তী তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের মন্দিয়াতা গ্রামের সাইকুল ইসলাম এর ছেলে কুতুব উদ্দিন(২৮),তার সহোদর মোহাম্মদ আলী(৩৮),একই গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে ইসলামনুর(৫৩)।পার্শ্ববর্তী বিনোদপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোবারক আলীর ছেলে সম্রাট(২৪),মুজরাই গ্রামের মন্টু বর্মণ এর ছেলে সুরঞ্জন বর্মণ(২৫)।
স্থানীয়দের তথ্যমতে জানাযায় আটককৃত চোরাকারবারিরা দীর্ঘদিন ধরে ভারত হতে চোরাই পথে চিনি মাদকসহ ভারতীয় বিভিন্ন পণ্যসামগ্রী আমদানি করে দেশের বিভি স্থানে পাঁচার করে আসছে।
এ ব্যাপারে মধ্যনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)এমরান হোসেন জানান ভারতীয় চিনিসহ ৫চোরাকারবারিকে আটক করা হতে তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।