মাসুদ রানা রাব্বানী: রাজশাহীর তানোরে ১টি চোরাইু মোটরসাইকেল-সহ সংঘবদ্ধ চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) ভোর রাতে তাদের গ্রেফতার করে তানোর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো: শ্রী জহন মুর্মু (৩৫) এবং মোঃ শফিকুল ইসলাম (৪২)।
শ্রী জহন মুর্মু রাজশাহীর তানোর থানার পাচন্দরের কুন্দাইন গ্রামের নরেন মুর্মর ছেলে এবং মোঃ শফিকুল ইসলাম একই রাজশাহীর দূর্গাপুর থানার মহিপাড়ার জেহের উদ্দিনের ছেলে। শুক্রবার সন্ধায় এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মোঃ রফিকুল আলম। তিনি জানান, মোঃ মতিউর রহমান নামের এক ব্যক্তির ১২৫ সিসির বাজাজ ডিসকভারি মডেলের একটি মোটরসাইকেল তানোরের কৃষ্ণপুরে তার নিজ বসতবাড়ি থেকে গত (২৬ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার মধ্যে যে-কোন সময় চুরি হয়। এ ঘটনায় মোঃ মতিউর রহমান বাদী হয়ে তানোর থানায় একটি চুরি মামলা দায়ের করেন। এরপর গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে, শ্রী জহন মুর্মু নামের এক চোর মোটরসাইকেলটি চুরি করেছে। এমন সংবাদের ভিত্তিতে, বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টায় তানোর থানার পাচন্দরের কুন্দাইন গ্রাম থেকে শ্রী জহন মুর্মু-কে গ্রেফতার করে তানোর থানা পুলিশ।
জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে সে চুরি করা মোটরসাইকেলটি মোঃ শফিকুল ইসলামের কাছে ৭০হাজার টাকায় বিক্রি করেছে। পরে বৃহস্পতিবার দিনগত রাত আড়াইটায় রাজশাহীর দূর্গাপুরের মহিপাড়ায় মোঃ শফিকুল ইসলামের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে চুরি হওয়া ওই মোটরসাইকেলটি উদ্ধার-সহ তাকে গ্রেফতার করে।
উল্লেখ্য, মোঃ শফিকুল ইসলামের বিরুদ্ধে রাজশাহীর বিভিন্ন থানায় ইতিপূর্বে মাদক ও চুরির ৩ টি মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের শুক্রবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে সোপর্দ করা হয়েছে।