কায়সার হামিদ মানিকঃ কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) ও রোহিঙ্গা সলিডারিটি অরগানাইজেশনের (আরএসও) মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় দুই গ্রুপের দুই সদস্যকে গুলি ও ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও উখিয়া থানা পুলিশ।
মঙ্গলবার (৩ অক্টোবর) রাতে উখিয়ার ৮ নম্বর ক্যাম্পের ডব্লিউ এলাকা ও বুধবার ভোরে ১৫ নম্বর ক্যাম্পে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মোহাম্মদ ইকবাল ও ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক আমির জাফর এসব তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন ৯ নম্বর ক্যাম্পের-৫/আই-ব্লকের মোঃ ইয়াসিন এর ছেলে ইউসুফ প্রকাশ চাকমাইয়া ইউসুফ(৩২) ও ১৫ নম্বর ক্যাম্পের ১৩/ ডি-ব্লকের ইমান হোসাইন এর ছেলে মো: আরাফাত(১৫)। চাকমাইয়া ইউসুফ আরসার কিলিং গ্রুপের শীর্ষ কমান্ডার বলে জানিয়েছে স্থানীয় সূত্র। আর আরাফাত আরএসওর সদস্য বলে জানিয়েছে এপিবিএন।
নাম প্রকাশে অনিচ্ছুক রোহিঙ্গা ক্যাম্পের এক সাব মাঝি জানান, মঙ্গলবার রাতে ৮ নম্বর ক্যাম্পের ডব্লিউ এলাকায় আরসা ও আরএসওর মধ্যে সংঘর্ষ হয়। এ সময় আরএসওর ছোঁড়া গুলিতে আরসার কিলিং গ্রুপের শীর্ষ কমান্ডার চাকমাইয়া ইউসুফ গুলিবিদ্ধ হয়। পরে তাকে জবাই করে হত্যা করা হয়।
৮-এপিবিএন অধিনায়ক আমির জাফর জানান, এই ঘটনার জেরে আরসার সদস্যরা বুধবার ভোরে ১৫ নম্বর ক্যাম্পে আরএসওর ওপর হামলা চালায়। এ সময় আরাফাত নামে আরএসওর এক সদস্যকে ছুরিকাঘাত করে হত্যা করে আরসার সদস্যরা।
স্থানীয় সূত্রে জানা যায়, আরসার কিলিং স্কোয়াডের শীর্ষ কমান্ডার চাকমাইয়া ইউসুফ দীর্ঘ দিন ধরে মিয়ানমারে অবস্থান করছিলেন। সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনীর আরসাবিরোধী অভিযান ও আরএসওর হাতে একের পর এক সদস্য নিহতের ঘটনায় দুর্বল হয়ে পড়ে আরসা। ফলে ক্যাম্পে কিলিং মিশন চালানোর জন্য চাকমাইয়া ইউসুফকে রোহিঙ্গা ক্যাম্পে পাঠায় আরসা প্রধান।
১৪-এপিবিএন অধিনায়ক মোহাম্মদ ইকবাল জানান, আধিপত্য বিস্তারের জেরে দুই গ্রুপের মধ্যে এই সংঘর্ষ হয়। নিহত চাকমাইয়া ইউসুফের বিরুদ্ধে ৩টি হত্যা মামলা রয়েছে।
উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, ক্যাম্পে আরসা ও আরএসও মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ২ জন নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।
এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। নিয়মিত পুলিশের টহল বৃদ্ধি করা হইয়াছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।