এ এম মিজানুর রহমান বুলেট: চলমান ফিলিস্তিনি মুসলমানদের উপর ইসরায়েলি বর্বরোচিত হামলার কারণে ইসরায়েলের যে কয়টি পণ্য আশে বাংলাদেশে সেই পণ্য বর্রজনের প্রতিজ্ঞাবদ্ধ হয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন কয়েক হাজার মুসুল্লিরা কুয়াকাটা পৌরসভার তৌহিদী জনতার আয়োজনে আজ আছর নামাজ বাদ , কুয়াকাটা পৌর ভবনের সামনে থেকে পৌর এলাকার কয়েকটি মসজিদের মুসুল্লিরা প্রত্যেকে বিক্ষোভ মিছিল বের করে একত্রে হয়ে মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুয়াকাটা রাখাইন মহিলা মার্কেট মঞ্চে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
কুয়াকাটা ইমাম সমিতির সভাপতি মাওলানা মাঈনুল ইসলাম মান্নানের সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র মোঃ আনোয়ার হাওলাদার, সভার শুরুতে পবিত্র কুরআন তেলোয়াত করে হাফেজ মোঃ জয়নাল আবেদীন, এসময় বক্তব্য রাখেন, কুয়াকাটা ইমাম সমিতির সাধারণ সম্পাদক কেএম খালেকুজ্জামান মনির, সাগর সৈকত জামে মসজিদের খতিব মুফতি মোস্তফা কামাল, মাওলানা রফিকুল ইসলামসহ প্রমূখ। এ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক হোসাইন আমির।
এ সময় বক্তরা ফিলিস্তিনি মুসলমানদের উপর ইসরায়েলি বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এবং বাংলাদেশ সরকারকে ফিলিস্তানি মানুষের জন্য সহযোগিতার হাত বাড়ানোর অনুরোধ জানায়, সেই সাথে ফিলিস্তিনি মুসলমানদের উপর বর্বরোচিত ইসরায়েলি হামলা বন্ধের আহ্বান জানান। এবং ফিলিস্তিনি সকল পণ্য বর্জনের দাবী জানায়।
পরে সংক্ষিপ্ত আলোচনা শেষে নির্যাতিত ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া করা হয়।